i ব্লগিং করে আমরা কিভাবে ইনকাম করতে পারি? ব্লগিং আসলে কি? - Jano360

Jano360

Welcome to our Much more informative world

Wednesday, March 23, 2022

ব্লগিং করে আমরা কিভাবে ইনকাম করতে পারি? ব্লগিং আসলে কি?

 ব্লগিং বলতে আসলে বোঝায় একটা কন্টেন্ট চালিয়ে যাওয়া। সেটা হতে পারে ভিডিও কন্টেন্ট, রাইটিং কন্টেন্ট,ভয়েস কন্টেন্ট। বর্তমান সময়ে আমরা সাধারণত ভিডিও ব্লগিং এবং রাইটিং কন্টেন এর সাথে পরিচিত। আমরা সকলেই জানি ব্লগিং করে আর্নিং করা যায়। তবে সেটা কিভাবে করতে হয় এটা আমরা অনেকেই জানি না। আমি নিজেও ততোটা জানি না। তবে যতটুকুই জানি তাই আপনানের সাথে শেয়ার করার চেষ্টা করব।

ইনকাম এখনি শুরু করুন। ক্লিক করুন

**** আমরা সকলেই অনলাইনের মাধ্যমে কিছু না কিছু ইনকাম করতে চাই। এ জন্য আমরা ফেসবুকের মধ্যে অনেক ঘাটাঘাটি করে থাকি। তবে ফেসবুকে এমন ইনকামের লোভ দেখিয়ে অনেকে প্রতারণা করে থাকে।
**** আপনি একটু লক্ষ্য করতেই দেখতে পারবেন, ফেসবুকের মধ্যে যেসব লোক আর্নিং এর কথা বলে, শতকরা ৯৯% ফেইক আইডি।

আপনি বিভিন্ন কাজ করতে পারেন যেমন কোড বসানো,মেম্বার এড করা। আরো অনেক কিছু।
তবে এগুলো স্থায়ী নয়।
যেখান থেকে আপনি সবসময় আর্নিং করতে পারবেন। কিন্তু আপনি একটি আর্টিকেল ব্লগিং সাইট কে চয়েস করলে, আপনি যতো লেখবেন ততো ইনকাম তো হবেই। আপনার একটা পোস্ট থেকে মাসের পর মাস বছরের পর বছর ইনকাম করতে পারবেন।
যা আপনার সবসময় বাড়তে থাকবে। হ্যাঁ আমি ইনকামের কথা বলছি। আপনার ইনকাম সবসময় বাড়তে থাকবে।

*** তবে একটা কথা মনে রাখবেন কখনো কারো কষ্টের কিছু কপি করবেন না।
এতে করে আপনার বিরাট ক্ষতি হতে পারে। আপনি নিজে যা পারবেন তাই লিখবেন।

No comments:

Post a Comment

Thanks for comment...we will reply as soon as possible

ব্লগিং করে আমরা কিভাবে ইনকাম করতে পারি? ব্লগিং আসলে কি?

  ব্লগিং বলতে আসলে বোঝায় একটা কন্টেন্ট চালিয়ে যাওয়া। সেটা হতে পারে ভিডিও কন্টেন্ট, রাইটিং কন্টেন্ট,ভয়েস কন্টেন্ট।  বর্তমান সময়ে আমরা সাধারণত...