i এইচএসসি প্রস্তুতি ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র - Jano360

Jano360

Welcome to our Much more informative world

Friday, March 22, 2019

এইচএসসি প্রস্তুতি ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র

এইচএসসি প্রস্তুতি

ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র

মো:রুবেল ইসলসাম
ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র
বহু নির্বাচনী প্রশ্ন
অধ্যায় : ০২ (কেন্দ্রীয় ব্যাংক)

১।         নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ?
            ক) আমানত সংগ্রহ
            খ) ঋণ নিয়ন্ত্রণ
            গ) বিল বাট্টাকরণ
            ঘ) বিনিয়োগ
২।
        কেন্দ্রীয় ব্যাংককে কী বলা যায়?
            ক) অর্থের ধারক ও ঋণের ব্যবসায়ী
            খ) মুদ্রা নিয়ন্ত্রক ও আমানতকারী
            গ) মুদ্রা প্রবর্তক ও ঋণ নিয়ন্ত্রণকারী
            ঘ) মুদ্রা প্রবর্তক ও আমানতকারী
৩।        ব্যাংক নোট প্রচলন করে কে?
            ক) সরকার
            খ) কেন্দ্রীয় ব্যাংক
            গ) অর্থ মন্ত্রণালয়
            ঘ) বাণিজ্যিক ব্যাংক
৪।         নিকাশঘরের প্রধান কাজ কোনটি?
            ক) আন্তঃব্যাংক লেনদেন নিষ্পত্তি
            খ) ঋণ নিয়ন্ত্রণ
            গ) ব্যাংকের বিবাদ নিষ্পত্তি
            ঘ) নোট ইস্যু
৫।         কেন্দ্রীয় ব্যাংক গঠনের উদ্দেশ্যে নয় কোনটি?
            ক) নোট প্রচলন
            খ) মুদ্রাবাজার নিয়ন্ত্রণ
            গ) জনগণকে ঋণদান
            ঘ) বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ
৬।        বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংকটি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?
            ক) ইংল্যান্ডে      খ) যুক্তরাষ্ট্রে
            গ) ইতালিতে     ঘ) জাপানে
৭।         সাধারণত কেন্দ্রীয় ব্যাংকের মক্কেল কারা?
            i. সরকার         ii. জনসাধারণ
            iii. বাণিজ্যিক ব্যাংক
            নিচের কোনটি সঠিক?
            ক) i ও ii                       খ) i ও iii
            গ) ii ও iii          ঘ) i, ii ও iii
৮।        কোথায় সর্বপ্রথম নিকাশঘর ব্যবস্থার প্রচলন ঘটে?
            ক) লন্ডনে         খ) ভেনিসে
            গ) জেনেভায়     ঘ) ইতালিতে
৯।         তালিকাভুক্ত ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে তাদের কার্যাবলি পেশ করে কখন?
            ক) বছরে একবার
            খ) মাসে একবার
            গ) মাসে দুইবার
            ঘ) সপ্তাহান্তে
১০।       ‘ফেডারেল রিজার্ভ সিস্টেম’ কোন দেশের কেন্দ্রীয় ব্যাংক?
            ক) যুক্তরাজ্য     খ) সুইডেন
            গ) যুক্তরাষ্ট্র       ঘ) জার্মানি
১১।
      ‘কেন্দ্রীয় ব্যাংক হলো ঋণের শেষ আশ্রয়স্থল’—এ কথাটি কে বলেছেন?
            ক) অধ্যাপক হট্রে
            খ) ক্রাউথার
            গ) আরপি কেন্ট
            ঘ) অধ্যাপক আরএস সেয়ার্স
১২।       আধুনিক কেন্দ্রীয় ব্যাংকের জনক হলো—
            ক) ব্যাংক অব ভেনিস
            খ) ব্যাংক অব ইংল্যান্ড
            গ) রিক্স ব্যাংক অব সুইডেন
            ঘ) সুইচ ন্যাশনাল ব্যাংক
১৩।      কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য কোনটি?
            ক) মুনাফা অর্জন
            খ) আমানত গ্রহণ
            গ) ঋণদান
            ঘ) জনকল্যাণ
১৪।       ব্যাংক সৃষ্ট মুদ্রা বলতে বুঝায়—
            i. প্রত্যয়পত্র       ii. চেক
            iii. ক্রেডিট কার্ড
            নিচের কোনটি সঠিক?
            ক) i ও ii                       খ) i ও iii
            গ) ii ও iii          ঘ) i, ii ও iii
১৫।       দেশের মুদ্রাবাজারে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা কী?
            i. সদস্য ii. নিয়ন্ত্রক
            iii. সংগঠক
            নিচের কোনটি সঠিক?
            ক) i ও ii                       খ) i ও iii
            গ) ii ও iii          ঘ) i, ii ও iii
১৬।      নিচের কোন প্রক্রিয়া মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে প্রযোজ্য নয়?
            ক) ব্যাংকের সংখ্যা বৃদ্ধি করা
            খ) ব্যাংক হার বৃদ্ধি করা
            গ) ব্যাংকের তারল্য বৃদ্ধি করা
            ঘ) সিকিউরিটি মার্জিন বৃদ্ধি করা
১৭।       নিচের কোনটি তালিকাভুক্ত ব্যাংকের বৈশিষ্ট্য?
            i. ঋণ নিয়ন্ত্রণে অংশগ্রহণ
            ii. কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধিত্ব
            iii. কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ রাখা
            নিচের কোনটি সঠিক?
            ক) i ও ii                       খ) i ও iii
            গ) ii ও iii          ঘ) i, ii ও iii
১৮। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের প্রধান উদ্দেশ্য কী?
            ক) মুদ্রা সংকোচন রোধ
            খ) মুদ্রাস্ফীতি রোধ
            গ) ঋণের পরিমাণ কাম্যস্তরে রাখা
            ঘ) বাণিজ্যিক ব্যাংকের ওপর নিয়ন্ত্রণ
১৯।      কে ব্যাংক হার নির্ধারণ করে?
            ক) অর্থ মন্ত্রণালয়
            খ) কেন্দ্রীয় ব্যাংক
            গ) স্টক এক্সচেঞ্জ
            ঘ) বাণিজ্যিক ব্যাংক
২০।       ব্যাংক হার হ্রাস পেলে অর্থ সরবরাহ কিরূপ হয়?
            ক) হ্রাস পায়
            খ) বৃদ্ধি পায়
            গ) অপরিবর্তিত থাকে
            ঘ) ওঠানামা করে
২১।       নিচের কোনটি ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয় না?
            ক) নৈতিক প্ররোচনা
            খ) খোলাবাজার নীতি
            গ) মানি অ্যাট কল অ্যান্ড শর্ট নোটিশ
            ঘ) ব্যাংক জমার পরিবর্তন নীতি
২২।       ঋণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থার ধরন হলো—
            i. সুদের হার বাড়ানো
            ii. ঋণ সুবিধা প্রত্যাহার
            iii. নিকাশঘরের সুবিধা প্রত্যাহার
            নিচের কোনটি সঠিক?
            ক) i ও ii                       খ) i ও iii
            গ) ii ও iii          ঘ) i, ii ও iii
২৩।      খোলাবাজারে ঋণপত্র বিক্রয় করলে মুদ্রাস্ফীতি—
            ক) কমবে         খ) বাড়বে
            গ) একই থাকবে            ঘ) শূন্য হবে
২৪।       কোন বিশেষ উদ্দেশ্যে ঋণের বরাদ্দকরণ নীতি অনুসরণ করা হয়?
            ক) সার্বিক ঋণ নিয়ন্ত্রণ
            খ) বিশেষ খাতের ঋণ নিয়ন্ত্রণ
            গ) মুদ্রা সংকোচন নিয়ন্ত্রণ
            ঘ) মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ
২৫।       ঋণ নিয়ন্ত্রিত না হলে নিচের কোনটি ঘটে?
            i. মুদ্রা সংকোচন
            ii. দ্রব্যমূল্য অস্থিতিশীল
            iii. মুদ্রাস্ফীতি
            নিচের কোনটি সঠিক?
            ক) i ও ii                       খ) i ও iii
            গ) ii ও iii          ঘ) i, ii ও iii
২৬।      নৈতিক প্ররোচনার মাধ্যমে কিভাবে ঋণ নিয়ন্ত্রণ করা হয়?
            ক) ঋণের কুফল জনগণকে জানিয়ে
            খ) ঋণদান না করে
            গ) কম ঋণ দিয়ে
            ঘ) ঋণগ্রহীতাদের পুরস্কৃত করে
২৭।       সাধারণত কারা নিকাশঘরের সদস্য হয়ে থাকে?
            ক) শিল্পপতিরা
            খ) সব বাণিজ্যিক ব্যাংক
            গ) তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক
            ঘ) বীমা কম্পানি
২৮।      নিকাশঘর পরিচালনা করে যে ব্যাংক তা হলো—
            i. বাংলাদেশ ব্যাংক
            ii. জনতা ব্যাংক
            iii. ব্যাক অব ইংল্যান্ড
            নিচের কোনটি সঠিক?
            ক) i                  খ) i ও ii
            গ) i ও iii                       ঘ) i, ii ও iii
২৯।       মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়—
            i. জমার হার বাড়িয়ে
            ii. ব্যাংকের শাখা বাড়িয়ে
            iii. মুদ্রা সরবরাহ বাড়িয়ে
            নিচের কোনটি সঠিক?
            ক) i                  খ) i ও ii
            গ) i ও iii                       ঘ) i, ii ও iii
৩০।      বিহিত মুদ্রা হ্রাস পেলে কী হয়?
            ক) বেকার সমস্যা লাঘব হয়
            খ) মুদ্রা সংকোচন হয়
            গ) মুদ্রাস্ফীতি হয়
            ঘ) জিনিসপত্রের দাম বাড়ে
৩১।      ঋণ নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় ব্যাংক প্রধানত কয় ধরনের পদ্ধতি অনুসরণ করে?
            ক) ৫     খ) ৪
            গ) ৩     ঘ) ২
৩২।      নিচের কোনটি নেতার মতো দেশের ব্যাংকিং রাজত্ব শাসন করে?
            ক) বিশ্ব ব্যাংক
            খ) কেন্দ্রীয় ব্যাংক
            গ) আন্তর্জাতিক অর্থ তহবিল
            ঘ) অর্থ মন্ত্রণালয়
৩৩। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের নির্বাচনমূলক পদ্ধতি কোনটি?
            ক) ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ
            খ) ব্যাংক জমার হার
            গ) খোলাবাজার কার্যক্রম
            ঘ) জমার হার পরিবর্তন নীতি
৩৪।      আর্থিক সংকটে পড়লে কেন্দ্রীয় ব্যাংক সাহায্য করে—
            i. জনগণকে
            ii. সরকারকে
            iii. বাণিজ্যিক ব্যাংককে
            নিচের কোনটি সঠিক?
            ক) i                  খ) ii
            গ) i ও iii                       ঘ) ii ও iii
৩৫।      কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত না হওয়ায় কোনো ব্যাংক যে সমস্যায় পড়তে পারে তা হলো—
            i. জনগণের আস্থা হারায়
            ii. কেন্দ্রীয় ব্যাংকর ঋণ সুবিধা পায় না
            iii. নিকাশঘরের সুবিধা পায় না
            নিচের কোনটি সঠিক?
            ক) i ও ii                       খ) i ও iii
            গ) ii ও iii          ঘ) i, ii ও iii
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. খ ২. গ ৩. খ ৪. ক ৫. গ ৬. ক ৭. খ ৮. ক ৯. ঘ ১০. গ ১১. ক ১২. খ ১৩. ঘ ১৪. গ ১৫. গ ১৬. ক ১৭. ঘ ১৮. গ ১৯. খ ২০. খ ২১. গ ২২. ঘ ২৩. ক ২৪. খ ২৫. ঘ ২৬. ক ২৭. গ ২৮. গ ২৯. ক ৩০. খ ৩১. ঘ ৩২. খ ৩৩. ক ৩৪. গ ৩৫. ঘ।

No comments:

Post a Comment

Thanks for comment...we will reply as soon as possible

ব্লগিং করে আমরা কিভাবে ইনকাম করতে পারি? ব্লগিং আসলে কি?

  ব্লগিং বলতে আসলে বোঝায় একটা কন্টেন্ট চালিয়ে যাওয়া। সেটা হতে পারে ভিডিও কন্টেন্ট, রাইটিং কন্টেন্ট,ভয়েস কন্টেন্ট।  বর্তমান সময়ে আমরা সাধারণত...