ঠিক শীত নয়, আবার কাঠ-ফাটা গরমও নয়। কখনও বৃষ্টি, আবার কখনও একেবারেই শুষ্ক। আবহাওয়ার এমন ভিন্ন মেজাজের সঙ্গে মানিয়ে নিতে সবচেয়ে বেগ পোহাতে হয় আমাদের ত্বক ও চুলের। বছরের প্রতিটা মাসেই আমরা এমন কোনো সমাধানের সন্ধানে থাকি যা সারা বছর জুড়ে আমাদের চুল ও ত্বককে রাখবে স্বাস্থ্যোজ্জ্বল। কোনো নির্দিষ্ট ঋতুতে নয়, বরং বছর জুড়েই বিউটি ভ্যানিটিতে থাকার মত ম্যাজিকাল দুইটি অরগ্যানিক কসমেটিক্স নিয়ে আমাদের এই ব্লগটি।
সম্পূর্ন হ্যান্ড-মেইড, অরগ্যানিক ও প্রাকৃতিক গুণাগুণে ভরপুর Rehman’s IntruBeauty এর GoGlow face mask এবং Hairgician Herbal Hair Oil। ১০০% খাঁটি ও কেমিক্যাল ফ্রি হওয়ায়, পার্শ্ব প্রতিক্রিয়ার ভয় ছাড়াই নির্দ্বিধায় ব্যবহার করতে পারবেন এই হারবাল তেল ও ফেস মাস্কটি। চলুন তাহলে এগুলোর গুনাগুণ সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেওয়া যাক –
GoGlow Face Mask
অমসৃণ, রুক্ষ ত্বক নিয়ে মন খারাপ? সমাধান এখন হাতের নাগালে। আবহাওয়ার রুক্ষতা, শুষ্কতা ও ধুলাবালিতে বিবর্ণ ত্বকের যত্ন নিতে কাজ করে দারুন ভাবে। আর এটা শুধু যে আমরাই বলছি তা না, এই মাস্কটি যারা একবার হলেও ব্যবহার করেছেন, প্রত্যেকের থেকেই এসেছে এরকম পজিটিভ রিভিউ। এই ‘’All Purpose’’ মাস্কটি দিয়ে কোনো হার্শ ক্যামিকেল নয়, প্রাকৃতিক ও ভেষজ গুণাগুণেই আপনি ত্বককে রাখতে পারবেন সবচেয়ে সুরক্ষিত। শ্বেত চন্দন, মুলতানি মাটি, শঙ্খ, খাঁটি চন্দন গুড়া, গোলাপ পাপড়ির গুড়া এবং রিফাইনড চালের গুড়ার মিশ্রণে তৈরি ফেস মাস্কটি সব স্কিন টাইপের জন্য মানানসই।
ব্যবহার
যেহেতু এটি একটি পাউডার বেজড মাস্ক, তাই অবশ্যই মাস্কটি মিক্স করার জন্য কোনো এক্টিভেটর বা ওয়াটার সাবসটেন্স ব্যবহার করতে হবে। এজন্য আপনি আপনার ত্বকের জন্য সবচেয়ে মানানসই কিছু বেছে নিতে পারেন। টক দই, লেবুর রস, খাঁটি দুধ, রোজ ওয়াটার কিংবা শুধু পানি মিশিয়েও মাস্কটি ব্যবহার করতে পারেন। ক্রিমি কন্সিসটেন্সি চলে আসলে পুরো মুখ ও গলায় মাস্কটি লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। তারপর কুসুম গরম পানি নিয়ে মুখ ধুয়ে ফেলুন। আপনার ত্বক যদি শুষ্ক প্রকৃতির হয় তাহলে মাস্কে এক চামচ মধু ব্যবহার করতে পারেন, এতে ফলাফল আসবে আরও চমৎকার ভাবে!
GoGlow Face Mask ব্যবহারের উপকারিতা
ফ্রেশ, সফট ও হাইড্রেটেড স্কিনের প্রতিশ্রুতি দেয় এই মাস্কটি।
এতে আছে চালের গুড়া যা একটি ন্যাচারাল এক্সফোলিয়েটর। এটি স্কিনের ডার্ট ও অতিরিক্ত তেল দূর করবে।
চন্দন স্কিনের অসমান ভাব ও রোদে পোড়া দাগ দূর করে স্কিনকে করবে প্রাকৃতিক ভাবে উজ্জ্বল ও প্রাণবন্ত।
একনে ও একনে স্পট দূর করবে।
প্রথম ব্যবহার থেকেই ত্বকে দিবে ইন্সট্যান্ট গ্লো।
Hairgician Herbal Hair Oil
ঠিক এর নামের মতই কাজ করে এই তেলটি। রুক্ষ চুল? ড্যানড্রাফ? অতিরিক্ত চুল পড়া? স্ক্যাল্পের সমস্যা? সবকিছু ম্যাজিকের মত দূর করবে চুলের জন্য ম্যাজিশিয়ান । ফেসবুক হোক আর ইনস্টাগ্রাম, সব জায়গায় Hairgician Herbal Hair Oil এর অসম্ভব ভালো রিভিউ দেখতে পারবেন আপনি। কেননা, অসংখ্য ভিটামিন, নিউট্রিয়েন্টস ও মিনারেলস সমৃদ্ধ এই তেলটি চুলের আগাগোড়া পুষ্টি জুগিয়ে চুলকে রাখে স্ট্রং ও ঝলমলে। আমলকি, হরতকি, খাঁটি নারকেল তেল, ব্ল্যাক ক্যাস্টর অয়েল ও আরো কিছু সিক্রেট উপাদানে তৈরি এই তেলটি ভিটামিন ‘ই’ তে ভরপুর। ফলে, চুলের যে কোনো ধরনের সমস্যা জাদুর মত দূর করতে এর জুড়ি নেই। এছাড়াও, এই তেলটির একটি বিশেষ উপাদান হচ্ছে হিবিসকাস বা জবা ফুল। জবা ফুল স্ক্যাল্পে সঠিক পুষ্টি জুগিয়ে হেয়ার গ্রোথে সাহায্য করে, সেইসাথে চুলতে করে ঘন। এত ধরনের গুণাগুণে ভরপুর ম্যাজিশিয়ান এই তেলটি যেন কোনো ভাবেই আপনার ভ্যানিটিতে বাদ না থাকে!
ব্যবহার
তেলটি হালকা গরম করে পুরো চুল ও স্ক্যাল্পে ম্যসাজ করতে হবে। রিবন্ডিং কিংবা কালারড চুলেও ব্যবহার করা যাবে। ওভারনাইট চুলে তেল রেখে পরদিন সকালে ধুয়ে ফেলুন। প্রতি সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যাবে। তেলটি চুলকে এতটাই ডিপলি কন্ডিশনিং করে যে এটি ব্যবহারের পর আর শ্যম্পুর পর কন্ডিশনার না দিলেও চলবে।
Hairgician Herbal Hair Oil ব্যবহারের উপকারিতা
রুক্ষ ও ড্যামেজড চুলকে সফট এবং ম্যানেজেবল করবে।
চুল পড়া কমিয়ে আনবে অনেকাংশে এবং হেয়ার গ্রোথ বাড়াবে।
স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশান ঠিক রেখে চুলকে গোড়া থেকে করবে মজবুত।
ড্যানড্রাফ এবং স্ক্যাল্পের ইচিনেস দূর করবে।
যারা পাতলা চুলের সমস্যায় ভুগছেন তাদের চুলের ভলিউম বাড়াবে এবং চুলকে করবে ঘন।
>>Tricks provided by user is not verified.. Use your own risk. >>Jano360 team is not responsible for any kind of damage of your devices after following public posted tricks. >>Jano360 team doesn’ provide any kind of warranty for tips & tricks provided by Jano360 team. >>Jano360 team can cahnge the terms of service any time.
No comments:
Post a Comment
Thanks for comment...we will reply as soon as possible